ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ডিআরইউ’র লাইব্রেরি উদ্বোধন রোববার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ৮ এপ্রিল ২০২২

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সদস্যদের জন্য একটি আধুনিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে।

ডিআরইউর তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ বলেন, “বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন এই লাইব্রেরি নির্মাণের চেষ্টা করে আসছিল। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় এই আধুনিক লাইব্রেরি নির্মাণ করা সম্ভব হয়েছে।”

আগামী রোববার দুপুর আড়াইটায় ডিআরইউ’র নতুন ভবনে নির্মিত কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরীর উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি